আজ উচ্চ আদালতে বিচারকাজ বন্ধ

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

প্রয়াত বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। রোববার আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিচারপতি মারা যাওয়ায় রীতি অনুযায়ী বিচারকাজ বন্ধ রাখার আবেদন করেন।

এ সময় সব সিনিয়র আইনজীবীরাও অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের প্রতি সমর্থন জানান। পরে সবার কথা শুনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।’
এর আগে আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহাসান গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এই বিচারপতি। হাইকোর্ট বিভাগের বিচারপতি এফআরএম নাজমুল আহাসানকে গত ৮ জানুয়ারি আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।