ক্যাসিনোয় যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের Faruk Faruk Pappu প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক :যারা ক্যাসিনোর সঙ্গে যুক্ত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে, তারা আওয়ামী লীগ কিংবা অন্য দল অথবা পুলিশ প্রশাসন যে পর্যায়েরই হোক না কেন, তাদের কাউকেই ছাড় না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। শুক্রবার সকালে নগরীর তোপখানায় সিলেটে সড়ক জোন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, মহাসড়কে করিমন, নছিমনসহ তিন চাকার যান চলাচল বন্ধে কাজ চলছে। এ যানের আমদানি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। আমদানি বন্ধ করতে তাদের একাধিকবার চিঠি দিয়েছি। নম্বরবিহীন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের ব্যবস্থা নিতেও প্রশাসনকে অনেক আগেই নির্দেশ দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, তহবিলের অভাবে সিলেট-ঢাকা চার লেন সড়কের কাজ আগে শুরু করা যায়নি। দ্রুত এ সড়কের কাজ শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। Related posts:আইনি প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর খুনি রাশেদকে দেশে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রীঅংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ: ওবায়দুল কাদেরকরোনা সংক্রমণ বাড়তে থাকলে ভার্চুয়াল কোর্টেই নির্ভর করতে হবে : আইনমন্ত্রী Post Views: ২৮১ SHARES জাতীয় বিষয়: