শেরপুরে কিশোর ফুটবলারদের আবাসিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২ শেরপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কিশোর ফুটবলারদের (অনুর্ধ্ব-১৫) সাত দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলারদের মাঝে সনদ বিতরণ করা হয়। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে সনদ বিতরণকালে অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, সচিব জিন্নত আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাবেক ফুটবলার ও সাবেক পৌর কাউন্সিলর মো. বাদশা মিয়া, কোচ মো. মজিবুর রহমান, গোলাম শাহরিয়ার রবীন ও আবু রাসেল রাজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবলে (অনুর্ধ্ব-১৫) অংশগ্রহণে জন্য জেলা দল গঠনের লক্ষ্যে ৫ উপজেলা ও শেরপুর পৌরসভা এলাকা থেকে বাছাইকৃত ৪ জন করে মোট ২৪ জন কিশোর ফুটবলার ওই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছে। ওই ক্যাম্প থেকে বাছাইকৃত ৭ জন খেলোয়াড়কে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। এছাড়া আরও ৩ জন খেলোয়াড়কে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে ইউনিয়ন পর্যায়ে কৃষি সম্প্রসারণ সেবার কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিতশেরপুরে এবার তরুণদের আড্ডা বন্ধে পুলিশ সুপারের অভিনব সিদ্ধান্তশেরপুরে অবৈধ জাল পোড়ানোর সময় অগ্নিদগ্ধ ৩, অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের উদ্ধার করলো পুলিশ Post Views: ১৭৯ SHARES শেরপুর বিষয়: