শেরপুরে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রবিবার সকালে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইনস্ ড্রীল শেডে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ তাদের বক্তব্যে সুবিধা-অসুবিধা ও সমস্যা তুলে ধরেন। পরে পুলিশ সুপার ওইসব বিষয়ের তাৎক্ষণিক সমাধান প্রদান ও আশ্বস্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর প্রদত্ত নির্দেশনাবলী পুলিশ সদস্যদের অবহিত করেন।
সেইসাথে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।
সভায় , শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজ নাজনীন, ডিআইও-১ মো. জাহাঙ্গীর আলম, ডিবির পরিদর্শক মো. রেজাউল হক, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমানসহ জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট, ডিবি ও ডিএসবি হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ অংশগ্রহণ করেন।