শেরপুরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শেরপুরে প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মানুষের ডল নামে। রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। রাত ১২.০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, জেলা সিভিল সার্জন অনুপম ভট্রাচার্য, পৌর মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া পর্যায়ক্রমে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদ্প্তর, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদ্প্তর, কৃষি সম্প্রসারণ অধিদ্প্তর, জেলা হাসপাতাল, জেলা প্রাণী সম্পদ বিভাগ, জেলা আনসার ও ভিডিপি, শেরপুর সদর থানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, শেরপুর প্রেসক্লাব, জেলা আইনজীবি সমিতি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামীলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন শেরপুর জেলা শাখা, কবিসংঘ বাংলাদেশ, সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রক্ত সৈনিক শেরপুর, রজীবা, আজকের তারণ্য, শেরপুর হেল্পলাইন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। দিবসটি উপলক্ষে সোমবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। Related posts:শেরপুরে নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ২০৯ জনডিসি উদ্যানে বিডি ক্লিন শেরপুরের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযাননকলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত Post Views: ২৩৮ SHARES শেরপুর বিষয়: