শেরপুরের পুলিশ সুপারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বদলিজনিত সংবর্ধনা প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২২ শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীকে বদলিজনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ আগস্ট বুধবার জেলা প্রশাসকের অফিসকক্ষে অনুষ্ঠানিকভাবে বদলিজনিত ওই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। ওইসময় বিদায়ী পুলিশ সুপারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানাউল মোর্শেদ, আসিফ রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিদায়ী পুলিশ সুপার সরকারি চাকরির স্বাভাবিক নিয়মের পরিক্রমায় বদলি সূত্রে পুলিশ সুপার রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সিলেটে যোগদান করতে যাচ্ছেন। Related posts:শেরপুরে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় শেরপুরে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশঝিনাইগাতীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত Post Views: ২২৯ SHARES শেরপুর বিষয়: