শেরপুরে ভাষা শহীদের প্রতি সবুজ আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। রাতের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন শেরপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

ওইসময় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মোঃ মেরাজ উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সংগঠনের জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক জুবাইদুল ইসলাম, রবিউল ইসলাম রতন, সদর উপজেলার সভাপতি মমিনুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।