ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা যুব মহিলা লীগের অন্যতম নেত্রী মাহবুবা রহমান শিমু । ওইসময় জেলা যুব মহিলা লীগ নেত্রী লাভলী আক্তার, লাকী আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

৭ মার্চ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।
পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সরাসরি দেখানো হয়। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে ৭ মার্চ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।