শেরপুরে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত জেলা ব্যবস্থাপনা কমিটির সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫ শেরপুরে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত জেলা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:কেন্দ্র থেকে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট বের করে দেয়ার ঘোষনা নালিতাবাড়ী পৌর মেয়রেরঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিতনালিতাবাড়ীতে অভিমানে চতুর্থ শ্রেণির ছাত্রের আত্মহত্যা Post Views: ৭৩ SHARES শেরপুর বিষয়: