শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২ আন্তর্জাতিক নারী দিবসে শেরপুরে পিতা ও স্বামীর সম্পদ ও সম্পত্তিতে সমানাধিকার নিশ্চিত করার দাবিসহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিরসন করে সমতা বিধনের দাবি জানানো হয়েছে। সেইসাথে নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণসহ সকল প্রকার সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। ৮ মার্চ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এবং নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ আয়োজিত নারী সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে শহরের নিউমার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ-গবেষক ড. সুধাময় দাস, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদিকা মোছা. লুৎফুন্নাহার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, নারী রক্তদান সংস্থার পঞ্চমী দে রুমা, তানিয়া তাবাসসুম, আবৃত্তিকার শ্যামলী মালাকার, প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, আসম নয়ন, হারান চন্দ্র সাহা প্রমুখ। এ নারী সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), নারী রক্তদান সংস্থা, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ, মুক্তিযুদ্ধ যাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার, উদীচী শেরপুর জেলা সংসদ, দূর্বার নারী নেটওয়ার্ক, ফাইট ফর চিলড্রেনস রাইটস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে গিয়ে শেষ হয়। শতাধিক নারী সহ বিভিন্ন শ্রেনীপেশার সুধীবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এদিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। Related posts:শেরপুরে জনউদ্যোগ কর্মপরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভাঝিনাইগাতীতে কৃষকদের সাথে স্থানীয় কর্তৃপক্ষদের নীতিমালা সংক্রান্ত পরামর্শ সভানলকুড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা ॥ তদন্ত কমিটি গঠন Post Views: ১৮৮ SHARES শেরপুর বিষয়: