অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে নেত্রকোনাকে হারিয়ে বিভাগীয় ফাইনালে শেরপুর জেলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতায় নেত্রকোনা জেলা দলকে হারিয়ে ময়মনসিংহ বিভাগীয় ফাইনালে ওঠেছে শেরপুরের কিশোররা। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে ময়মনসিংহ ভাষাসৈনিক রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় শেরপুর জেলা দল ২-১ গোলে নেত্রকোনা জেলা দলকে পরাজিত করে। আক্রমণ-পাল্টা আক্রমণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রধমার্ধের ২২ মিনিটে শেরপুরের মাঝমাঠের ১০ নং জার্সিধারি খেলোয়াড় তাজউদ্দিন ডি-বক্সে বাইরে থেকে দর্শনীয় শটে প্রথম গোল করেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ৪৩ মিনিটে নেত্রকোনার মাঝমাঠের খেলোয়াড় ৫ নং জার্সিধারি তৌফিক গোল করলে খেলায় সমতা বিরাজ করে। তবে ৬০ মিনিটে শেরপুরের আক্রমণভাগের খেলোয়াড় ৯ নং জার্সিধারী রাব্বি ফাঁকায় বল পেয়ে গোল করে নিজ দলকে এগিয়ে নেন। নির্ধারিত ৭০ মিনিট পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুরের ছেলেরা। খেলার মাঠে দলের সাথে উপস্থিত থাকা শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম নেত্রকোনার বিপক্ষে শেরপুর জেলা দলের ২-১ গোলের জয়ের সত্যতা নিশ্চিত করেছেন। শেরপুর জেলা দলের ওই জয়ে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার শেরপুর জেলা দলের খেলোয়াড় এবং কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। খেলা শুরুর আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্তি বিভাগীয় কমিশনার এএইচ এম লোকমান। Related posts:জামালপুরে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণশেরপুরে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশনবিয়ের আসর থেকে পালিয়ে এসএ গেমসে স্বর্ণ জয় ইতির Post Views: ৫৭৯ SHARES খেলাধুলা বিষয়: