নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২ নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’-এই শ্লোগানকে ধারণ করে ২৯ অক্টোবর শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এসে শেষ হয়েছে। পরে সেখানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সিভিল সার্জন মো. সেলিম মিয়া, এডিসি সার্বিক মো. মনির হোসেন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, শিক্ষক প্রতিনিধি মো. সাইয়েদুর রহমান, পূজা উদযাপন পর্ষদের উপদেষ্টা নির্মল দাসসহ অনেকেই। জেলা সদরের ১২টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে এবার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং দিবসে পুলিশের উপ-পরিদর্শক আশরাফুজ্জামানকে পুরস্কৃত করা হয়। Related posts:জামালপুরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটকঢাকা দক্ষিণ সিটিতে নৌকার মাঝি তাপসের পক্ষে যুব মহিলা লীগের ব্যাপক গণসংযোগটাঙ্গাইলে বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ Post Views: ১০৩ SHARES সারা বাংলা বিষয়: