শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার ছাত্ররা পেলো সাবেক এমপি শ্যামলীর ঈদ উপহার

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মে ১, ২০২২

শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন মানবতার ফেরিওয়ালা আওয়ামী লীগের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।

১ মে রবিবার শহরের তেরাবাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় ওই ঈদ উপহার তুলে দেন সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক ও জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু।
ওইসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।