বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের শ্রদ্ধা

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) গণ। শুক্রবার (১৩ মে) দুপুরে তারা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, তার পরিবার ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।


এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো: আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) ও অন্যান্য ডিআইজিগণসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।