ঝিনাইগাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২২

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকচাপায় মো. দুলাল সরকার (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ওইসময় আরও ২ জন আহত হয়েছেন। ২৯ মে রবিবার সন্ধ্যার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কোয়ারীরোড এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ী গ্রামের তানাত উল্লাহর ছেলে। আহতরা হচ্ছেন একই এলাকার ইছাহাক আলীর ছেলে রমজান আলী (৫০) ও আব্দুল আজিজের ছেলে মো. আজম আলী (২৫)। আহত রমজানকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বা‌ড়ি থে‌কে মোটরসাই‌কেলযোগে ঝিনাইগাতীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন দুলাল সরকার, রমজান আলী ও আজম আলী। এ সময় উপজেলার কোয়ারীরোড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গ‌তি‌তে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক দুলাল সরকার। প‌রে স্থানীয়রা আহত অবস্থায় রমজান আলী‌কে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ রেফার্ট করা হয়
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইঁয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, নিহ‌তের লাশ ঘটনাস্থল থে‌কে উদ্ধার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠা‌নো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হ‌য়ে‌ছে। ত‌বে এর চালক পালিয়ে গে‌ছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্র‍িয়াধীন র‌য়ে‌ছে।