অতিরিক্ত ডিআইজি হলেন ৪৬ পুলিশ কর্মকর্তা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, জুন ১, ২০২২ বাংলাদেশ পুলিশের ৪৬ কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। একটি প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই ৪৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি করা হলো। >> তালিকাটি দেখতে ক্লিক করুন এদিন অপর এক আদেশে জাতিসংঘ মিশনে সুদানের দারফুরে কর্মরত চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার হাসান মো. শওকত আলীকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। এছাড়া শিক্ষা ছুটিতে লিয়নে থাকা পুলিশ সদর দপ্তরের সহেলী ফেরদৌস ও বেগম সামসুন্নারকে অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে। এই তিনজন দেশে ফিরে মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতির আদেশ জারি করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। Related posts:শ্রমিক বিক্ষোভ থেকে গ্রেপ্তার সবাই বিএনপির অ্যাক্টিভিস্ট: স্বরাষ্ট্রমন্ত্রীচরাঞ্চলের উন্নয়নে টেকসই বাজার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন: হাসান আরিফক্লাব চালাতে জুয়ার আসর বসানোর প্রয়োজন নেই : চসিক মেয়র Post Views: ১৮৪ SHARES জাতীয় বিষয়: