ঢাকা সিটিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত, আনুষ্ঠানিক ঘোষণা কাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের নাম ঠিক করতে শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামীকাল আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে, ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপস ও উত্তরে আতিকুল ইসলাম চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে। এছাড়া, শনিবার সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনে ব্রেকিং নিউজ হিসেবে আওয়ামী লীগের প্রার্থী দক্ষিণে শেখ ফজলে নূর তাপস ও উত্তরে আতিকুল ইসলামের নাম প্রচার করছে। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ২০২০ তারিখে ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। Related posts:বাংলাদেশে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি: প্রধানমন্ত্রী২ ডিসেম্বর শুরু হবে এইচএসসি পরীক্ষাবৃদ্ধি পাচ্ছে তিস্তা ও গঙ্গা-পদ্মা নদীর পানি Post Views: ১৯৮ SHARES জাতীয় বিষয়: