সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২২ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, মঙ্গলবার ভোরে প্রাইভেট কারে করে কুড়িগ্রাম থেকে স্ত্রীকে নিয়ে ঢাকায় ফিরছিলেন শোভন। পথে শাজাহানপুরের নয়মাইল নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাইভেট কার ও হাইসের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হন শোভন ভাই ও তার স্ত্রী। হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভাইয়ের (শোভন) মাথায় মোট ১১টি সেলাই দেওয়া হয়েছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে। শোভনের বাবা ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, জানতে পেরেছি তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। Related posts:উন্নয়নকে টেকসই করতে গুণগত শিক্ষার বিকল্প নেই: কৃষিমন্ত্রীআবারও সড়ক অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে Post Views: ১৮৭ SHARES জাতীয় বিষয়: