নালিতাবাড়ীতে পুকুরে ডুবে প্রাণ গেলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২২ শেরপুরের নালিতাবাড়ীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে আঁখি (১২) নামে এক সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে। ১৯ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত আঁখির পরিবার বলছে, কিছুদিন আগে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার আরিফ তার স্ত্রী-কন্যা সন্তানকে নিয়ে নালিতাবাড়ীর মধ্যমকুড়ায় শ্বশুড়বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেল তিনটার দিকে বাবা-মাকে বাড়ি রেখে আঁখি নানা আব্দুস সালামের পুকুরে গোসল করতে যায়। এসময় গোসল করার এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায় সে। এরপর দীর্ঘ সময় আঁখি বাড়িতে না ফেরায় তার সন্ধান চালাতে থাকে স্বজনরা। কিন্তু এতে তারা ব্যর্থ হয়। একটা পর্যায়ে আঁখির পরিবার দেখতে পান, তার মরদেহ পুকুরে ভাসছে। সাথে সাথেই স্থানীয় লোকদের সহায়তা নিয়ে আঁখির মরদেহ উদ্ধার করেন তারা। ঘটনার পরপরই আঁখির পরিবারে চলছে শোকের মাতম। এদিকে, কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নিয়ামুল কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:আজ ৬ ডিসেম্বর শ্রীবরদী মুক্ত দিবসশ্রীবরদীতে মাদক, জুয়া ও গরু চুরি প্রতিরোধে জনসাধারণের সাথে পুলিশের মতবিনিময়প্রধানমন্ত্রীও সবসময় মাস্ক পড়েন, আপনারাও পড়ুন: শেরপুরে মতিয়া চৌধুরী Post Views: ১৯৯ SHARES শেরপুর বিষয়: