শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২২

শেরপুরে ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। ১৯ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টায় সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার একটি পরিত্যক্ত চাঁতাল থেকে ওইসব পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায় জানান, পলিথিনগুলোর মালিক কে বা কারা তা নিশ্চিত করা যায়নি। পরিত্যক্ত অবস্থায় যেহুতু পাওয়া গেছে তাই আদালতে মামলা করবে পরিবেশ অধিদপ্তর।