ঝিনাইগাতীতে ধানখেতে বার্মিজ প্রজাতির অজগর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫ শেরপুরের ঝিনাইগাতীতে ধানখেত থেকে বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে ১৭ মে শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গহীন বনে সেটিকে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান। বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামের একটি ধানখেতে একটি অজগর সাপ দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটিকে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গভীর বনে নিরাপদভাবে অবমুক্ত করা হয়। বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান বলেন, খবর পাওয়ার পরপরই রাংটিয়া রেঞ্জের অধীনস্থ বন বিভাগের একদল কর্মী দ্রুত ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামে পৌঁছান। সেখানে একটি ধানখেত থেকে একটি বড় আকৃতির বার্মিজ প্রজাতির অজগর সাপ সতর্কভাবে উদ্ধার করা হয়, যাতে জনসাধারণের কোন ক্ষতি না হয় এবং সাপটিও কোনো প্রকার আঘাত না পায়। তিনি আরও বলেন, বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়। তবে এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। তাই সাপটির নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে অজগরটিকে রাংটিয়া রেঞ্জের অন্তর্গত একটি গভীর ও নিরাপদ বনে অবমুক্ত করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারশ্রীবরদীতে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দিলেন ইউএনওযুগযুগ ধরে সফলতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন শিল্পপতি ইদ্রিস মিয়া- মো: মেরাজ উদ্দিন Post Views: ৩০ SHARES শেরপুর বিষয়: