ময়মনসিংহ মেডিকেলে করোনায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ফিরোজা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। ২৬ জুলাই মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪১ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১৩ জন করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১১ জন। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।