জামালপুরে নারী উদ্যোক্তার মাঝে পাওয়ার টিলার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯ জামালপুর প্রতিনিধি : গ্রামীন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় এককালীন ভর্তুকী দিয়ে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর জামালপুরে পাওয়ার টিলার ক্রয় করে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াপাড়া উৎপাদক দলের সদস্য শিরিনা বেগমের হাতে পাওয়ার টিলারটি হস্তান্তর করা হয়। এসময় উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা সমন্বয়কারী আশরাফ উদ্দিন, বাজার বিষয়ক কর্মকর্তা হুমায়ুন কবীর, চাইল্ড সিটির পরিদর্শক সাব্বির হোসেন রিয়াদ এবং শিরিনা বেগমের স্বামী মো. লিয়াকত আলী উপস্থিত ছিলেন। জানা যায়, এনএসভিসি প্রকল্পের আওতায় ক্ষুদ্র কৃষকদের সমন্বয়ে গঠিত উৎপাদক দলসমূহকে বাণিজ্যিকভিত্তিতে সেবা প্রদানের মাধ্যমে সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের ক্ষমতায়িত করার লক্ষ্যে অফেতরযোগ্য এককালীন অর্থ প্রদান করা হয়। যা ওই সদস্যের দৈনিক উপার্জনের উৎস তৈরি হয়। উন্নয়ন সংঘ সূত্র জানায়, সদস্যদের মোট তহবিলের ২৫ ভাগ অর্থ প্রকল্প থেকে ভর্তুকী দেওয়া হয়ে থাকে। এ পর্যন্ত দেওয়ানগঞ্জে আটটি ও ইসলামপুরে চারটিসহ দুইটি সেচ পাম্প, একটি সার, বীজের দোকান, দুইটি স্প্রে মেশিন, একটি কোকোপিট নার্সারিসহ বিভিন্ন আয়মূখী কাজে প্রকল্প থেকে অর্থায়ন করা হয়। Related posts:ইসলামি ভাবধারার বইয়ের বিকল্প নেইময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭জনের মৃত্যুনেত্রকোনায় ধনু নদে ডিঙি নৌকা ডুবে নারীসহ নিখোঁজ ২ Post Views: ২০৮ SHARES সারা বাংলা বিষয়:
জানা যায়, এনএসভিসি প্রকল্পের আওতায় ক্ষুদ্র কৃষকদের সমন্বয়ে গঠিত উৎপাদক দলসমূহকে বাণিজ্যিকভিত্তিতে সেবা প্রদানের মাধ্যমে সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের ক্ষমতায়িত করার লক্ষ্যে অফেতরযোগ্য এককালীন অর্থ প্রদান করা হয়। যা ওই সদস্যের দৈনিক উপার্জনের উৎস তৈরি হয়। উন্নয়ন সংঘ সূত্র জানায়, সদস্যদের মোট তহবিলের ২৫ ভাগ অর্থ প্রকল্প থেকে ভর্তুকী দেওয়া হয়ে থাকে। এ পর্যন্ত দেওয়ানগঞ্জে আটটি ও ইসলামপুরে চারটিসহ দুইটি সেচ পাম্প, একটি সার, বীজের দোকান, দুইটি স্প্রে মেশিন, একটি কোকোপিট নার্সারিসহ বিভিন্ন আয়মূখী কাজে প্রকল্প থেকে অর্থায়ন করা হয়।