শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানে জরিমানা রাজাদুল ইসলাম বাবু রাজাদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২ শেরপুর শহরের একটি ইলেক্ট্রনিক্স ও একটি বেকারীতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২ আগস্ট মঙ্গলবার দুপুরে প্যাকেটজাত পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল শেরপুর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ওইসময় মোড়কজাত পণ্যে সর্বোচ্চ বিক্রয় মূল্য (এমআরপি) না থাকার অভিযোগে শহরের চকবাজারে মিলন ইলেক্ট্রনিক্স শো-রুমে ১০ হাজার টাকা ও মুন্সিবাজার এলাকায় তাজ বেকারিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করছি। আজ অভিযানকালে দুইটা প্রতিষ্ঠানে প্যাকেটজাত পণ্যের গায়ে এমআরপি না থাকায় এবং কিছু বিদেশী পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার না থাকার কারণে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে বিনামূল্যে সিজার অপারেশনঝিনাইগাতীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১শেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু Post Views: ২০৫ SHARES শেরপুর বিষয়: