নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া গ্রামে ২৩ মে শুক্রবার রাত ৯টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় এমসি ডোয়েল মদসহ মোঃ মনির হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি মনির হোসেন নালিতাবাড়ী উপজেলার বারোমারী উত্তর আন্ধারুপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাত ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড়ে জনৈক মোঃ সুলতান মিয়ার চা-পানের দোকানের পাশে মাদক কারবারি মোঃ মনির হোসেনকে একটি বস্তায় ভরা ৮০ বোতল মদসহ আটক করে। পরে মাদক কারবারি মনির হোসেন ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে ওই মদ গুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে দুরপাল্লার গাড়ীর জন্য ওই স্থানে অপেক্ষা করছিল। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২৪ মে শনিবার নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ধৃত মাদক কারবারি মনির হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। Related posts:ঝিনাইগাতীতে মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসন ও হাতি সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভাশেরপুরে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আটক ৯শেরপুরে ভাতশালা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের নারী প্রার্থী নাজমুন নাহার জয়ী Post Views: ৫২ SHARES শেরপুর বিষয়: