নেত্রকোনায় টিসিবি’র পণ্য বিক্রয় উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২ সারা দেশের ন্যায় নেত্রকোনায় টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৫টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পর্যায়ক্রমে জেলার ৮৬টি ইউনিয়েনে ডিলারদের মাধ্যমে সরাসরি বিক্রয় করা হবে টিসিবি পণ্য। জেলা ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রাখবে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ২ আগস্ট মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সহযোগিতায় সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে পণ্য বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ওইসময় অন্যদের মাঝে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন। জানাগেছে, নেত্রকোনায় ১ লাখ ৭০ হাজার ৪৩৭ জন উপকারভোগীর নিকট ভতুর্কী মূল্যে পণ্য বিক্রয় করার কথা রয়েছে। ১০ উপজেলার ৮৬টি উইনিয়ন ও ০৫টি পৌরসভায় সর্বমোট ২৭২টি স্পটে ৪০ জন ডিলারের মাধ্যমে উপকারভোগীর মাঝে বিভিন্ন পণ্য বিক্রিয় করা হবে। Related posts:নিরপেক্ষ নির্বাচন দিতে না পারলে ক্ষমা করবে না জনগণ: সৈয়দ ফয়জুল করিমশেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে মহান বিজয় দিবস পালিতগাজীপুরে কুপিয়ে ও গুলি করে সোনালী ব্যাংকের টাকা লুট Post Views: ১৫৭ SHARES সারা বাংলা বিষয়: