জামালপুরে জাতীয় শোক দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ নানা কর্মসুচির মধ্যে দিয়ে জামালপুরের সদর, সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জে উপজেলা প্রশাসনসহ দলীয় ভালো নানা কর্মসুচি পালিত হচ্ছে। ভোরে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, খাবার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শনিবার সকাল থেকেই এসব কর্মসূচি গ্রহন করা হয়। সকালে জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ। এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন, জামালপুর প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী স্মরণে জেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার মুরাদ হাসান এমপি বঙ্গবন্ধুর তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। অপরদিকে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম তফিকুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষার্থীসহ কর্মচারী কর্মতর্তাগণ অংশগ্রহন করেন। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে দুস্থদের মাঝে তবাক বিতরনসহ বৃক্ষরোপন করা হয়। Related posts:গফরগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যাজামালপুরে জমির বিরোধে দুই সহোদরের মৃত্যুজামালপুরে নতুন করে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত Post Views: ৩৭৫ SHARES সারা বাংলা বিষয়: