ময়মনসিংহের নতুন পুলিশ সুপার হলেন মাছুম আহাম্মদ ভূঞা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২ ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম। তিনি বর্তমানে জয়পুরহাট জেলার পুুুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। ৩ আগস্ট বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে ওই নিয়োগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জণ করেন। ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ট্রেনিং শেষে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মাছুম আহাম্মদ ভূঞা। এরপর সিনিয়র সহকারি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ডিএমপিতে উপ-কমিশনার হিসেবে কাজ করেন। এর ২৫তম ব্যাচের প্রথম জয়পুরহাট জেলার এসপি হিসেবে পদায়িত হন মাছুম আহাম্মদ ভূঞা। Related posts:জামালপুরে ছাত্র ঐক্য ক্লাব নিয়ে উভয় পক্ষের সংঘর্ষজামালপুরে ভুয়া ২ ডিবি সদস্য আটকখুলনায় কসাইকে কুপিয়ে হত্যার একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে Post Views: ৩৬৩ SHARES সারা বাংলা বিষয়: