সিরিজ বোমা হামলার প্রতিবাদে নকলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২ শেরপুরের নকলায় ২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি ও জামাত জোটের বোমা, সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল হয়েছে। ১৭ আগস্ট বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীগণ অংশ গ্রহণ করেন। Related posts:ঝিনাইগাতীতে ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরুশেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাচ পরালেন নবাগত পুলিশ সুপারশেরপুরে রৌহা ইউনিয়নে গণসংযোগ করলেন সাবেক এমপি শ্যামলী Post Views: ২৪৯ SHARES শেরপুর বিষয়: