নালিতাবাড়ীতে ভারতীয় মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে ৪৮০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ইয়াবাসহ গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার পানিহাতা চায়না মোড় এলাকার হেকমত আলীর পুত্র। এছাড়াও ভারতীয় মদসহ গ্রেফতারকৃতরা হলেন- পৌরশহরের ছিটপাড়া নদীরপাড় মহল্লার হাফিজুল ইসলামের পুত্র তানভীর মিয়া তানজিল (২২) ও তারাগঞ্জ দক্ষিণ বাজার মহল্লার নজরুল ইসলামের পুত্র হাসিবুল ইসলাম ইমন (২৪)। পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। ওইসময় উপজেলার তারানী এলাকায় জনৈক নুর ইসলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়াও পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ তানজিল ও ইমন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। Related posts:শেরপুরে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ২০২২ শুভ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালাশ্রীবরদীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেল ২০ ভূমিহীন পরিবারনালিতাবাড়ীতে উপজাতি শিশু ধর্ষনের অভিযোগে কিশোর আটক Post Views: ৮৪ SHARES শেরপুর বিষয়: