শেরপুরে বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

শেরপুর শহরের নওহাটা এলাকায় উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর্থিক সহায়তায় সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার ওই সততা স্টোরের উদ্বোধন করেন। ওইসময় তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদ-। তাই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ওই সততা স্টোরের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা সততার শিক্ষা নেবে, দুর্নীতি প্রতিরোধ করতে শিখবে। ওইসময় তিনি শিক্ষার্থীদের মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং সম্পর্কে সচেতন করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খুরশীদ আলম মিঠুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসীন আলী আকন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এমদাদুল হক। ওইসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই সততা স্টোরে শিক্ষার্থীদের জন্য টিফিন-কেক, বিস্কুট, চানাচুর, লজেন্স, খাতা, কলম, পেন্সিল রাখা হয়েছে। এখানে কোন দোকানদার নেই। প্রতিটি পণ্যের গায়ে মূল্য লেখা রয়েছে এবং পাশে একটি ক্যাশ বাক্স রাখা হয়েছে। শিক্ষার্থীরা পছন্দমাফিক পণ্য কিনবে এবং সততার সাথে ক্যাশ বাক্সে টাকা রেখে যাবে। এতে শিক্ষার্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ করতে অভ্যস্ত হবে।