নকলায় খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২ সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষদের জন্যে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে ও এমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। ১সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এসএম সালাউদ্দিন ও খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেভিয়ার চিসিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলায় মোট ৪ জন ওএমএস ডিলার কর্তৃক ৩টি পয়েন্টের মাধ্যমে এ কার্যক্রমটি পরিচালিত হবে যেখানে কেন্দ্র প্রতি দৈনিক বরাদ্দ ২ মেট্রিক টন চাউল। Related posts:ঝিনাইগাতীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেফতারঅসহায় কৃষকের ধান কেটে দিলেন বিডি ক্লিন শেরপুরের সদস্যরাশেরপুরে এবার কর্মহীন শ্রমিকদের মাঝে ঈদ উপহার দিলেন শ্রমিক নেতা আরিফ রেজা Post Views: ১৬১ SHARES শেরপুর বিষয়: