শেরপুরে জেল পলাতক ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ২০ অক্টোবর রবিবার শহরের মাহবুব চত্বর (কলেজ মোড়) এলাকা ও নবীনগর এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শেরপুর শহরের নবীনগর এলাকার মৃত ফটিক ড্রাইভারের ছেলে সুমন মিয়া (৪০) ও নালিতাবাড়ী উপজেলার গড়কান্দার মেছের মল্লিকের ছেলে রাজা মল্লিক (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম।
র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধনপূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক করতে অভিযান শুরু করেছে র‍্যাব।
এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে শহরের মাহবুব চত্বর এলাকা (কলেজ মোড়) থেকে চুরি মামলার জেল পলাতক আসামি রাজা মল্লিককে গ্রেফতার করে র‍্যাব-১৪। একইদিন সন্ধ্যায় দস্যুতা মামলার জেল পলাতক আসামি সুমন মল্লিককে নবীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।