২০২৩ সালের এসএসসি-এইচএসসি পূর্ণ নম্বরে, সময় ৩ ঘণ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২ ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ দুই পাবলিক পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। সময় থাকবে ৩ ঘণ্টা। ১৮ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্যান্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ঘণ্টা সময় পাবে পরীক্ষার্থীরা। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাও হবে ৩ ঘণ্টার। Related posts:‘নম্বর মূল্যায়নে’ প্রাথমিক শিক্ষক বদলিশেরপুরের স্কুলগুলোতে ঈদ আনন্দ, প্রাণচাঞ্চল্যে মুখর শিক্ষার্থীরাবিল পাস হলে এইচএসসির ফলাফল প্রকাশ : দীপু মনি Post Views: ১৮৭ SHARES শিক্ষা বিষয়: