নালিতাবাড়ীতে ইজারাবহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করায় জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২ শেরপুরের নালিতাবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর ইজারাবহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করায় মিলন মিয়া (২৫) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। মিলন স্থানীয় ইউপি সদস্য তমিজ উদ্দিনের ছেলে। জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কতিপয় বালু ব্যবসায়ী নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর ফুলপুর এলাকায় ইজারাবহির্ভূত স্থানে নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে ৪টি শ্যালোইঞ্জিনচালিত ড্রেজার, অসংখ্য পাইপ ও ড্রাম অকার্যকর করা হয়। একইসঙ্গে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী মিলন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। Related posts:নালিতাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী আর নেইময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে শেরপুর জেলাকে হারিয়ে নেত্রকোনা জেলা চ্যাম্পিয়নশেরপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ১২৮ SHARES শেরপুর বিষয়: