ময়মনসিংহে র্যাব-১৪’র নয়া অধিনায়ক হিসেবে অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খানের যোগদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২ বাংলাদেশ পুলিশের মেধাবী চৌকস ও সুদক্ষ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম বুধবার র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পূর্ববর্তী অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ রোকনুজ্জামান এর স্থলাভিষিক্ত হলেন। ময়মনসিংহে যোগদানকালে র্যাব-১৪ এর পদস্থ কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচছার মাধ্যমে অভ্যর্থনা জানান। মোহাম্মদ মহিবুল ইসলাম খান ইতিপূর্বে পুলিশ সুপার পাবনা, কুড়িগ্রাম ও ডিসি কাউন্টার ট্র্যারিজম বিভাগ ডিএমপি হিসেবে কাজ করেন। তিনি বিসিএস পুলিশ ২৪ ব্যাচ এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ময়মনসিংহ বিভাগের মাদক,সন্ত্রাসী, জঙ্গী ও সকল প্রকার অপরাধ নির্মূলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নয়া অধিনায়ক হিসেবে অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ডিআইজির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। Related posts:ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যুশ্রীবরদীতে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণিপড়ুয়া কিশোরী ॥ ধর্ষক গ্রেফতারজামালপুরে দ্বিতীয় দফায় বন্যা ॥ পানিবন্দী ২৫ হাজার মানুষ Post Views: ৩৫৭ SHARES সারা বাংলা বিষয়: