নাইক্ষ্যংছড়ি তমব্রু সীমান্ত পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে সোমবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বিকট আওয়াজে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের গ্রামগুলোতে জনগণের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার সম্ভাব্যতা দেখতে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ১৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্ত পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, সীমান্ত লাগোয়া প্রায় ৩০০ বাংলাদেশি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চিন্তা ভাবনা করছে সরকার। এর আগে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিবর্তন করে নিয়ে আসা কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি শিক্ষক ও পরীক্ষার্থীদের সাথে কথা বলে তাদের নির্ভয়ে পরীক্ষা দিতে অনুরোধ জানান। এদিকে সোমবার ওপারে গোলাগুলির আওয়াজ শোনা গেলেও এপারে কোনো গোলাবর্ষণের ঘটনা ঘটেনি। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। Related posts:স্কুলে স্মার্টফোন নিতে পারবে না শিক্ষার্থীরানেত্রকোনায় ২২ জন করোনা ভাইরাসে আক্রান্তসিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির বাস কমানোয় ক্ষুব্ধ যাত্রীরা Post Views: ১৮৯ SHARES সারা বাংলা বিষয়: