শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

শেরপুরে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রবিবার সকালে শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামের সামনে থেকে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ও বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) শেরপুর জেলা শাখার যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পৌর টাউন হল অডিটোরিয়ামে জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মো. মজদুল হক মিনুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মো. সানোয়ার হোসেন ছানু, মো. সুমন আল মোজাদেদ্দী, হাফেজ ফয়সাল আহমাদ আল মোজাদ্দেদী, হাফেজ মাওলানা মো. ছামিউল হক, মুফতি মো. আমিনুল ইসলাম আল ক্বাদরী, ডা. গোলাম রব্বানী প্রমুখ।
ওইসময় বক্তারা মহানবী (স.)-এর জীবন ও ইসলামের নীতি আদর্শ এবং তার দেখানো পথ অনুসরণ করে চলার জন্য সবাইকে আহ্বান জানান। তারা বলেন, যে নবী সৃষ্টি না হলে বিশ্বজগতের সৃষ্টি হতো না এবং আমরা শেষ নবীর উম্মত বলে আজ গর্ববোধ করে থাকি। তাই যে কাজ করলে আল্লাহ্ এবং আমাদের প্রিয় নবী (সা.) খুশি হয় তাই আমরা সকল ভেদাভেদ ভুলে দ্বীন ইসলামের পথে চলবো।