দিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : ভারতে চার দিনের সফর শেষে নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে দিল্লির পালাম বিমান ঘাঁটি থেকে সফরসঙ্গীদের নিয়ে রওনা হন শেখ হাসিনা। তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ এ সময় উপস্থিত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম ভারত সফর। ভারতেও নরেন্দ্র মোদী টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার এই সফর শুরুর পরদিন ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দেন শেখ হাসিনা। শনিবার দুই দেশের শীর্ষ বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তিনি, যাতে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। Related posts:উচ্চশিক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে নির্দেশ রাষ্ট্রপতিরমৃত্যুদণ্ডের বিধান রেখে সমুদ্র আইন অনুমোদনবন্যার্তদের সহায়তায় ফায়ার সার্ভিসের হটলাইন চালু Post Views: ২০৭ SHARES জাতীয় বিষয়: