শেরপুরের তরুণ দুই সাংবাদিকের সহধর্মীনির জন্মদিন আজ

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

শেরপুরের তরুণ সাংবাদিক শেরপুর প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামের সহধর্মীনি মোহসিনা পারভীন মীম ও প্রেসক্লাবের সাবেক সাহিত্য সম্পাদক ও চ্যানেল২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বীর সহধর্মীনি ঝর্না হাসানের শুভ জন্মদিন আজ (২৫ অক্টোবর)।

তাদের এই জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও ডিনারের বিশেষ কর্মসূচির আয়োজন করেছে টিম ডি২৪ ডিজিটাল।
এব্যাপারে টিম ডি২৪ ডিজিটালের সদস্য ও সাংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি জয়ন্ত কুমাল দে বলেন, আজ আমাদের দুই বড় ভাই তরুণ সাংবাদিকের সহধর্মীনির শুভ জন্মদিন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের জীবনে সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক।
ডি২৪ ডিজিটালের সদস্য ও আঙর টিভির জেলা প্রতিনিধি নাইম তালুকদার বলেন, আমাদের দুই প্রিয় ভাবীর জন্মদিনে দোয়া করি আল্লাহ যেন তাদের দুজনকে অনেক অনেক সুখে রাখে।
ডি২৪ ডিজিটালের সিনিয়র সদস্য ও ডিবিসি টেভিশনের জেলা প্রতিনিধি এসএম জুবায়ের দীপ বলেন, আমার প্রিয় সহযোদ্ধা ইমরান হাসান রাবীর সহধর্মীনি ও জুবাইদুল ইসলামের সহধর্মীনির শুভ জন্মদিনে আমি দোয়া করি সারাজীবন যেন তারা সুখে শান্তিতে ভরে উঠুক। আমি তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।
এদিকে মহসিনা পারভীন মীম ও ঝর্না হাসানের জন্মদিন উপলক্ষে এক বার্তায় বিশেষ শুভেচ্ছা জানিয়েন শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি রাজাদুল ইসলাম বাবু। তিনি বলেন, প্রতি বছর আমাদের প্রিয় দুই ভাবীর জন্মদিনে অনেক আনন্দ হয়। তাদের হাজবেন্ডের তরফ থেকে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আশা করি এবারও তারা আমাদের জন্য বিশেষ ডিনারের ব্যবস্থা করবে।