শেরপুরে ব্যাডমিন্টন ক্লাবের যাত্রা শুরু : সভাপতি দিদার, সাধারণ সম্পাদক সাইফুল

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২

সুশিক্ষার পাশাপাশি একটি উন্নত জাতি গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই’ এ স্লোগানে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে শেরপুরে প্রথমবারের মত যাত্রা শুরু করলো ‘ব্যাডমিন্টন ক্লাব’।

১৬ নভেম্বর বুধবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ইনডোর স্টেডিয়ামে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্লাবটির লোগো উন্মোচন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই ধরনের ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শেরপুরের তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য ধরে রাখতে পারবে।


উদ্বোধন অনুষ্ঠানে শেরপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ দিদার ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের নাম ঘোষণা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও শেরপুর পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।


কমিটি পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকীম বাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।