শ্রীবরদীতে তাঁতি দলের কর্মী সমাবেশ শেষে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ সদস্য আহত, আটক ১৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২ শেরপুরের শ্রীবরদীতে তাঁতি দলের কর্মী সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ১৮ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকায় ওই ঘটনা ঘটে। এসময় ৩টি ককটেল বিস্ফোরণ করে তাঁতি দলের কর্মীরা। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে ওই ঘটনায় তাঁতি দলের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শ্রীবরদী পৌর তাঁতি দল আয়োজিত কর্মী সমাবেশে যাওয়ারে পথে এবং শেষ করে ফেরার পথে উগ্র ও রাষ্ট্রদ্রোহী বিভিন্ন স্লোগান ও উচ্ছৃঙ্খল আচরণ করে নেতাকর্মীরা। ফেরার পথে তাদেরকে থামাতে চেষ্টা করলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে তারা। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে তিনটি ককটেল বিস্ফোরণ করলে তিন পুলিশ সদস্য আহত হন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিত স্বাভাবিক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযানের মাধ্যমে পনেরো নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। Related posts:প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় নালিতাবাড়ীতে বিএনপি নেতা আটকনালিতাবাড়ীতে গৃহবধূ খুন ॥ স্বামীসহ আটক ৩ঝিনাইগাতীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত Post Views: ১৪৭ SHARES শেরপুর বিষয়: