ঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীরের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফায়েজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, সাংবাদিক হারুন অর রশিদ দুদুসহ অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ। সভায় বিংস প্রকল্প ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা পর্যায়ে পরিচালিত পুষ্টি বিষয়ে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকৃত কার্যক্রম তুলে ধরা হয় এবং পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বিংস প্রজেক্ট এর হেলথ প্রজেক্ট অফিসার জেমস উজ্জল শিকদার, প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারাসহ পুষ্টি কমিটির সদস্যবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে বন্যার্তদের মাঝে র্যাব-১৪’র উদ্যোগে খাবার বিতরণঝিনাইগাতীতে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবীতে মানববন্ধনঅবশেষে সেই বিধবাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছালো জেলা প্রশাসন ও জেলা পুলিশ Post Views: ১৫৭ SHARES শেরপুর বিষয়: