শেরপুরের নালিতাবাড়ীতে যুব নেতা মনিরুজ্জামান সোহাগের ইন্তেকাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, যুব নেতা মনিরুজ্জামান সোহাগ (৩৬) আর নেই (ইন্নালিল্লাহি………রাজিউন)। ২৭ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পিতামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা রবিবার বিকেল তিনটায় তারাগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানা যায়, মনিরুজ্জামান সোহাগ গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহরের দক্ষিণ বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেলে দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহেও তার অবস্থা অপরিবর্তিত থাকায় শনিবার তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। উল্লেখ্য, মনিরুজ্জামান সোহাগ উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে গণসংযোগ চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন। তার মৃত্যুতে নালিতাবাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। Related posts:ঝিনাইগাতীতে দাফনের প্রায় ৭ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলনশ্রীবরদীতে স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনের জরিমানাশেরপুরে করোনা সংক্রমণ রোধে নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করছেন স্থানীয়রা Post Views: ১৫৭ SHARES শেরপুর বিষয়: