ময়মনসিংহে নতুন বই হাতে খুশি শিক্ষার্থীরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ নতুন বছরের নতুন সকাল। স্কুলজুড়ে উৎসবমুখর পরিবেশ। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে এমন উৎসবের দিনে ষোলকলা পূর্ণ হয়নি শিক্ষার্থীদের। বই না পাওয়ায় অনেকেরই ফিরে আসতে হয়েছে শূণ্য হাতে। ১ জানুয়ারি রবিবার সকালে নগরের নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের বই উৎসব এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। উদ্বোধনের পর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুবাইতা জাহান রোজা বলেন, আমি দ্বিতীয় শ্রেণি থেকে তৃতীয় শ্রেণিতে উঠেছি। আমার বই মূলত ছয়টা, তবে আমি তিনটা বই পেয়েছি। আর বইয়ের পৃষ্ঠাগুলো ঘোলা ঘোলা। তবুও নতুন বই পেয়ে আনন্দ লাগছে। একই স্কুলের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, আমি এবার চতুর্থ শ্রেণিতে উঠেছি। অনেকেই আজ বই পেয়েছে কিন্তু আমি পাই নি। তাই আমার মনটা খারাপ। স্যাররা বলেছেন, পরে আমাকে বই দিবেন। বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস বলেন, বিভাগের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আজ বই উৎসব শুরু হয়েছে। কিছু বই এখনো আসেনি। তবে খুব দ্রুতই সেসসব বই স্কুলগুলোতে এসে পৌঁছাবে। জানা যায়, ময়মনসিংহ জেলায় প্রাথমিকে প্রায় ৩৫ শতাংশ এবং মাধ্যমিকে ৫৩ শতাংশ নতুন বই পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এছাড়াও বইয়ে ছাপার মান নিয়েও রয়েছে নানান প্রশ্ন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিকে শতভাগ বই পেলেও প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৪ দশমিক ৭২ শতাংশ বই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয়েছে। জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ হাজার ৭১৯টি। এতে মোট শিক্ষার্থী সাত লাখ ৩৩ হাজার ৪৪০জন। নতুন বইয়ের লক্ষ্যমাত্রা ৩৭ লাখ ৭২ হাজার থাকলেও দেয়া হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার বই। মাধ্যমিকে ৫৩ শতাংশ বই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেয়া হয়েছে। জেলায় মাধ্যমিকে ৯৯৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ৩৮৬টি মাদ্রাসা এবং ৬১২টি উচ্চবিদ্যালয়ের প্রায় আড়াই লাখ শিক্ষার্থীর মাঝে ৭৮ লাখ বই বিতরণ করা হয়েছে। Related posts:শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশেরপুরে ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ডাঃ মোহাম্মদ ইব্রাহীমের মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস পালিতজামালপুরে বিশ্বশিশু দিবস পালিত Post Views: ১৩৭ SHARES সারা বাংলা বিষয়: