কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : পদ্মায় নাব্যতা সংকট ও স্রোতের তীব্রতার কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার দিবাগত রাত ৩টা থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে ঘাট সূত্র জানিয়েছে। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চ্যানেলে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করেছে। এদিকে চ্যানেল পার হয়ে মূল নদীতে গেলে পরতে হচ্ছে তীব্র স্রোতের কবলে। ফলে ফেরিগুলো চ্যানেল পার হয়ে মূল নদীতে ঢুকতে পারছে না। গত রাত ৩টা থেকে এ সংকট প্রকট আকার ধারণ করেছে। এ কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল। কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এছাড়া শিমুলিয়া ঘাটের কাছাকাছি মূল পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। এ কারণে গত রাত ৩টা থেকে ফেরি চলাচল করতে পারছে না। Related posts:পুলিশের শান্তি সমাবেশে সন্ত্রাস-মাদক-বাল্যবিয়ে বিরোধী শপথ নিল শেরপুরে ৩ হাজার শিক্ষার্থীজামালপুরে বজ্রপাতে গরুসহ মহিলার মৃত্যুশ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত Post Views: ৩১৯ SHARES সারা বাংলা বিষয়: