নকলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩ শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল দশটায় এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশপ্রধানমন্ত্রীর সহায়তা চান যুদ্ধাহত অসুস্থ্য মুক্তিযোদ্ধা অদুঝিনাইগাতীতে নতুন ৪ জনসহ মোট ২৩ জন করোনায় আক্রান্ত ॥ সুস্থ ৭ Post Views: ১৩৪ SHARES শেরপুর বিষয়: