ঝিনাইগাতীতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নিরীহ আদিবাসী জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল বুধবার মরিয়মনগর মিশন গেইট এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বারুয়ামারী, দুধনই, ভাটপাড়া, ভারুয়া ও গজারীকুড়া গ্রামের গারো আদিবাসী জনগণ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সেনা সদস্য সজল ম্রং এর পিতা সুবীর গান্ধাই মাদকাসক্ত অবস্থায় সড়কে আহত হলে, সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মরিয়মনগরের নিরীহ আদিবাসীদের ওপর দোষ চাপিয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন আহতের স্ত্রী প্রতিমা মৃ। এতে একাধিক ব্যক্তিকে অযথা হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। এ অবস্থায় তারা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ এপ্রিল স্টার সানডে প্রোগ্রাম শেষে সুবীর গান্ধাই নামে এক আদিবাসী অতিরিক্ত মদপান করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তাকে স্থানীয় আদিবাসী ছাত্র যুবকরা উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বারুয়ামারী গ্রাম কাউন্সিলের সেক্রেটারি উইলিয়াম চিরান, টিডব্লিউএ-এর সাবেক চেয়ারম্যান মি. আলফন্স চিরান, প্রত্যক্ষদর্শী মি. রুবেন নকরেক, বাগাছাস-এর সাবেক সভাপতি রনু নকরেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল মাহমুদ। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো থানায় কোনো মামলাই রেকর্ড করা হয়নি। Related posts:ঝিনাইগাতীতে ট্রাকচাপায় রিকশাচালক নিহতশেরপুরের স্কুলগুলোতে ঈদ আনন্দ, প্রাণচাঞ্চল্যে মুখর শিক্ষার্থীরাঝিনাইগাতীতে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরণ ও আলোচনা সভা Post Views: ৭৯ SHARES শেরপুর বিষয়: