নালিতাবাড়ীতে এসডিএফের আর্থিক অনুদান পেলেন ৩৫৯ জন নারী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সহায়-সম্বলহীন ৩৫৯ জন নারীর মাঝে ৩২ লাখ ৩১ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ৮ মার্চ বুধবার সকালে উপজেলার কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসার মাঠে ওই অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুদান বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক। সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএফের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ আবুল হোসাইন, জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মজিবুর রহমান প্রমুখ। পরে উপজেলার গোবিন্দনগর, আড়িলা, গাগলাজানী, দক্ষিণ গোল্লারপাড়, জয়নুদ্দীনপাড়া, উত্তর খরখরিয়াকান্দা ও ভালকাকুড়া গ্রামসহ ৭টি গ্রামের সহায় সম্বলহীন ৩৫৯ জন নারীকে ৯ হাজার টাকা করে মোট ৩২ লাখ ৩১ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। Related posts:শেরপুরে যুবলীগ নেতার মাধ্যমে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলো শ্রমিক নেতা আরিফনকলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ৩৫জনশেরপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Post Views: ১৮৫ SHARES শেরপুর বিষয়: