শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৩

২৬ মার্চ রবিবার শেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর নির্দেশক্রমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু।

ওইসময় জেলা যুব মহিলা লীগের উপজেলা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহরের গোপালবাড়ী বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু।